নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মস্তিষ্ক নামে পরিচিত আলেকজান্ডার ডুগিন। এবার বিস্ফোরণে মৃত্যু হল ডুগিন কন্যা দাড়িয়া ডুগিনার।
শনিবার মস্কোতে তার গাড়িতে বিস্ফোরণ হয়। যার ফলে মৃত্যু হয়েছে ডুগিনার। জানা যাচ্ছে , গাড়িটি আলেকজান্ডার ডুগিনের ছিল। নিজের গাড়ির পরিবর্তে বাবার গাড়ি চালাচ্ছিলেন দাড়িয়া ডুগিনা।