নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে ভারত "বিশ্বকে খাওয়াতে" প্রস্তুত। কিন্তু তাঁর সেই ঘোষণার চার মাসেরও কম সময় পরে, শস্য রপ্তানির পরিবর্তে আমদানি করার কথা ভাবতে হচ্ছে ভারত সরকারকে। মার্চ মাসের প্রবল তাপপ্রবাহের ফলে শস্যের প্রভূত ক্ষতি হওয়ায় এই পরিস্থিতি এসেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।