আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, তবে জানুন কখন থেকে আকাশ পরিষ্কার হবে

author-image
Harmeet
New Update
আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, তবে জানুন কখন থেকে আকাশ পরিষ্কার হবে



নিজস্ব সংবাদদাতাঃ আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা ১১ টার সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে কিছুক্ষনের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থেমে যাবে। তবে দুপুর ২ টো পর্যন্ত চলবে সাধারণ বৃষ্টি। দুপুর ২ টোর পর আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। 



Monsoon rains to batter Kolkata for 24 hours, to reduce thereafter | Skymet  Weather Services



আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার লাইভ আপডেট পেতে লিঙ্কে ক্লিক করুন (https://www.windy.com/22.563/88.363?21.984,88.363,8)।

Heavy Rain Slows Down Kolkata And Neighbouring Districts On Monday Morning