নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১-২ ঘণ্তায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আলিপুর আবহাওবা দফতর সূত্রে খবর, ঝড়-বৃষ্টি হবে কুচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে।
নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে সরে গেলেও তার প্রভাব থাকবে আজও। পশ্চিমের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। সকালে বৃষ্টি হলেও কলকাতা-সহ বেশিরভাগ জেলাতে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি। আজও সমুদ্র তীরে দমকা ঝোড়ো হাওয়া। মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা। বিশদ জানতে ক্লিক করুন নীচের লিঙ্কে।
(https://www.windy.com/?22.518,88.383,5)