হরি ঘোষ: দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী উন্নয়ন কল্যাণ সমিতির উদ্যোগে হাসপাতালে শ্রমদান অভিযান চালানো হয় শনিবার। এদিন দুর্গাপুরের 'আমরা কজন বয়েজ ক্লাবে'র পক্ষ থেকে অভিযান কর্মসূচি হয় হাসপাতাল চত্বরে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোগী উন্নয়ন কল্যাণ কমিটির চেয়ারম্যান কবি দত্ত, হাসপাতালের ডেপুটি সুপার শ্রীরুপা ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন 'আমরা কজন বয়েজ ক্লাবে'র সম্পাদক অমিতাভ গাঙ্গুলি। ওই ক্লাবের প্রায় ১০০ জন সদস্য শ্রমদানে অংশগ্রহণ করেন। তারা হাসপাতালের ভেতর থেকে বাইরের চত্বরের সমস্ত নোংরা আবর্জনা পরিস্কারের কাজ করেন। পাশাপাশি জঙ্গল পরিষ্কার করেন। রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান কবি দত্ত জানান, প্রতি ১৫ দিন অন্তর দুর্গাপুরের একটি করে ক্লাব পালা করে হাসপাতালে শ্রমদান কর্মসূচীতে অংশগ্রহণ করবে। এর ফলে এই সরকারি হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি রোগজীবাণু মুক্ত থাকবে। ওই ক্লাবের সম্পাদক অমিতাভ গাঙ্গুলি বলেন, "আমরা গোটা বছর সামাজে কল্যাণমূলক কাজ করে থাকি। আমরা হাসপাতালের শ্রমদান কর্মসূচীতে অংশ গ্রহণ করতে পেরে গর্বিত"।