নিজস্ব সংবাদদাতাঃ কূটনীতির স্বার্থে ও চিন-তাইওয়ানের মধ্যে চলমান অচলাবস্থার মাঝে চিনের কিছু নীতি নিয়ে বিশ্বের কিছু অংশের মহিলাদের সঙ্গে আলাপচারিতে করলেন কলকাতায় চীনা কনসাল জেনারেল ঝা লিয়ু। যা কিনা ইতিহাসে এই প্রথম। তিনি কলকাতা আন্তর্জাতিক মহিলা ক্লাবের সাথে কথা বলেন। লিয়ুর বাসভবনে চিনের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হয়। সেইসঙ্গে তাইওয়ানের বিষয়েও দুপক্ষের মধ্যে কথা হয়। ঝা লিয়ু একজন আমেরিকান কূটনীতিকের গবেষণার উদ্ধৃতি দিয়ে তার যুক্তিকেও তুলে ধরেছেন। কলকাতা আন্তর্জাতিক মহিলা ক্লাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন, কলম্বিয়া, নেপাল, ইন্দোনেশিয়ার মহিলারা রয়েছেন এবং আজকের আলোচনায় অংশ নিয়েছিলেন। শুনে নিন কনসাল জেনারেল ঝা লিয়ুর বক্তব্য...