দিগ্বিজয় মাহালী, ডেবরা : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করলেন ডেবরার বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত। শুক্রবার রাতভর ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ডেবরায়। বিশেষ করে বহু গাছ ভেঙে পড়েছে রাস্তার ওপর। বেশ কয়েকটি বাড়ির ওপরেও পড়েছে গাছ। ডেবরার সুন্দরপুর এলাকায় এক মহিলার বাড়ি একেবারেই ভেঙে গিয়েছে।ডেবরা আই টি আই কলেজের সামনে আস্ত একটি গাছ দুটি দোকানের ওপর পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে। বাড়ির ওপর গাছ পড়েছে ডেবরার শ্যামসুন্দর এলাকায়।
শনিবার সারাদিনে সেই বাড়িগুলি পরিদর্শন করে সাধারন মানুষের পাশে দাঁড়ালেন ডেবরার বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত। এদিন তিনি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করার পাশাপাশি কীভাবে সরকারি সাহায্য করা যায় সেই বিষয়টিও জানান। প্রথমিক পর্যায়ে ত্রিপল ও শুকনো খাবারের ব্যাবস্থা করেন বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত।