নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : টানা বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের আলমপুর অঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। জলের তলায় চাষের জমি। ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষের। আলমপুর যাওয়ার যে একমাত্র ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে জল বইছে। সঙ্গে দমকা হাওয়ায় বেশ কিছু গাছ রাস্তার উপর ভেঙে পড়েছে।
করলা চাষের মাচা ভেঙ্গে পড়ে জলের তলায় ডুবে গিয়েছে। বেশ কিছু জায়গায় ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে। বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় রাস্তার উপর গাছও ভেঙে পড়েছে। যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। যুদ্ধকালীন ভিত্তিত্বে বিদ্যুৎ দফতর এর কর্মীরা বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শুরু করেছেন। ওপর দিকে জামবনি ব্লকের ডুলুং নদীতে জল বাড়ছে। যার ফলে ঝাড়গ্রামের সাথে জামবনি ব্লকের গিধনির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যেভাবে চাষের জমির উপরে জল জমে আছে তাতে সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।