অযোধ্যা পাহাড়ে শিকারের ওপর নিষেধাজ্ঞা

author-image
Harmeet
New Update
অযোধ্যা পাহাড়ে শিকারের ওপর নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: শিকার প্রেমীদের জন্য খারাপ খবর, অযোধ্যা পাহাড়ে শিকারিদের না যাওয়ার আবেদন ভারত জাকাত মাঝি পরগনা মহলের। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অযোধ্যা পাহাড়ে শিকার করার ওপর পুরুলিয়া জেলা বনাঞ্চল নিষেধাজ্ঞা আগেই জারি করেছে। এরপর ভারত জাকাত মাঝি পরগনা মহল পুরুলিয়া শাখা এক সাঁওতাল সামাজিক সংগঠন ভারত বাসি তথা জেলাবাসীকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ে ২৬ মে থেলে শিকারে বিরত থাকার আবেদন জানালেন তিনটি ভাষায় লেখা চিঠির মাধ্যমে। তবে কোভিড বিধি মেনে শুধুমাত্র পুজোটা হবে বলেও জানা যায় সংগঠনের পক্ষ থেকে।