নিজস্ব সংবাদদাতাঃ সনু সুদের আসন্ন মিউজিক ভিডিওতে অভিনেতার সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন নিধি অগরওয়াল। আলতাফ রাজার গাওয়া নয়ের দশকের জনপ্রিয় গান ‘তুম তো ঠেহরে পরদেসি’র আধুনিক সংস্করণ নিয়ে পর্দায় ফিরছেন সনু। গানের ভিডিও শুট করছেন পাঞ্জাবে। শুটের মাঝে তোলা একটি ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন অভিনেতা। সঙ্গে লিখেছেন, 'একসঙ্গে কিছু ম্যাজিক তৈরি করছি’। ছবিটিতে রয়েছেন, মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার ফারাহ খান, নিধি অগরওয়াল এবং সনু।