নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি শুরু হয় ওড়িশায়। এদিকে গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই ওড়িশার সীমান্ত দিয়ে গিয়েছে। এসপিএল রিলিফ কমিশনার পিকে জেনা জানান, এই নিম্নচাপের ফলে ময়ূরভঞ্জ, বালাসোর ও কেওনঝাড় জেলায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৬০ মিলিমিটার, ১৮টি ব্লকে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।