আজপিলিকুয়েটাকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা

author-image
Harmeet
New Update
আজপিলিকুয়েটাকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা
নিজস্ব সংবাদদাতাঃ ট্রান্সফার মার্কেটে কাকে কাকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা? সাংবাদিক সম্মলনে ক্লাবের পরিকল্পনার কথা জানালেন জাভি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, "আমরা আজপিলিকুয়েটাকে সই করাতে চেয়েছিলাম। 

কিন্তু সেটা আমরা করতে পারিনি। আমাদের দেখতে হবে আমরা এর বদলে কী করতে পারি। সের্গিনো ডেস্ট? তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত। ডেস্ট, বর্তমানে বার্সার পরিকল্পনার বাইরে।"