হায়াত হোটেলের বেশকিছু অংশ জঙ্গিদের দখলে, বিস্ফোরণের মাধ্যমে জঙ্গি দমনের চেষ্টা- দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
হায়াত হোটেলের বেশকিছু অংশ জঙ্গিদের দখলে, বিস্ফোরণের মাধ্যমে জঙ্গি দমনের চেষ্টা- দেখুন ভিডিও



নিজস্ব সংবাদদাতাঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হায়াত হোটেলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গি সংগঠন আল-শাবরের মধ্যে সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে হায়াত হোটেলে জঙ্গি প্রবেশের ২০ ঘণ্টা পার হলেও এখনও হোটেলের বেশকিছু অংশ জঙ্গিদের দখলে রয়েছে বলে জানা যাচ্ছে। 

At Least 26 Dead in Somalia Hotel Attack Claimed by Shabab - The New York  Times

এরই মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সোমালিয়ার নিরাপত্তা বাহিনী এখনও দমনের হায়াত হোটেলে বিস্ফোরণ ঘটাচ্ছে।

Islamist gunmen kill 26 in Somalia hotel attack | Financial Times