২০ ঘণ্টা পার, এখনও হায়াত হোটেলের বেশকিছু অংশ জঙ্গিদের দখলে

author-image
Harmeet
New Update
২০ ঘণ্টা পার, এখনও হায়াত হোটেলের বেশকিছু অংশ জঙ্গিদের দখলে



নিজস্ব সংবাদদাতাঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হায়াত হোটেলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গি সংগঠন আল-শাবরের মধ্যে সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

Somalia Attack: At least 10 killed as gunmen storm Mogadishu's Hayat Hotel  | Zee Business

 তবে হায়াত হোটেলে জঙ্গি প্রবেশের ২০ ঘণ্টা পার হলেও এখনও হোটেলের বেশকিছু অংশ জঙ্গিদের দখলে রয়েছে বলে জানা যাচ্ছে। সোমালিয়ার নিরাপত্তা বাহিনী এখনও জঙ্গি দমনের চেষ্টা করে চলেছে।

Islamist gunmen kill 26 in Somalia hotel attack | Financial Times