নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে দীর্ঘদিনের ঘরবন্দী একঘেয়ে জীবন আর ভালো লাগছে না? তাহলে অবশ্যই ঘুরে আসুন দেশের এই জায়গা গুলিতে। একেবারে নিরিবিলিতে পরিবারের সঙ্গে কিংবা বিশেষ মানুষটির সঙ্গে ছুটি কাটানোর জন্যে একেবারে উপযুক্ত এই জায়গাগুলি।
১) চৌকোরি, উত্তরাখণ্ড - হিমালয়ের কোলে এই পর্যটন কেন্দ্র বেশ নির্জন।
২) জিরো উপত্যকা, অরুণাচল প্রদেশ - দুপাশে পাহাড়, মাঝে সবুজ উপত্যকায় ঘেরা এই পর্যটনকেন্দ্র।
৩) জাওয়াই, রাজস্থান - জাওয়াই নদীর ধারের একেবারে নির্জন একটি গ্রাম।
৪) ভারকালা, কেরল - কেরলের এক অসাধারণ সমুদ্র সৈকত। সমুদ্রপ্রেমিদের জন্যে একেবারে আদর্শ।