নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েকদিন আগে নতুন তৃণমূল গঠনের পোস্টার পড়েছিল দক্ষিণ কলকাতার একাধিক জায়গায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সেই পোস্টার দেখা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকেও। এবার আর কলকাতা নয়, জেলাতেও সেই পোস্টার পড়ল। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টারে লেখা আগামী ছয় মাসের মধ্যে আসছে নতুন তৃণমূল। নীচে লেখা, যেমনটা সাধারণ মানুষ চায়।সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে নতুন তৃণমূলের এই ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এমনকী, চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষের চাঁচলের অস্থায়ী বাসভবনেও লাগানো হয়েছে এই পোস্টার। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।