বাসের মধ্যে কোনও মহিলার দিকে তাকিয়ে থাকেলেই এবার জেলযাত্রা!

author-image
Harmeet
New Update
বাসের মধ্যে কোনও মহিলার দিকে তাকিয়ে থাকেলেই এবার জেলযাত্রা!

নিজস্ব সংবাদদাতাঃ বাসের মধ্যে কোনও মহিলার দিকে তাকিয়ে থাকলে এবার জেলযাত্রা হতে পারে। তামিলনাড়ুর সংশোধিত মোটর ভেহিকল আইনে এই বিধান রয়েছে। এছাড়াও শিস দেওয়া, অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন ইশারার কাজগুলোও সংশোধিত আইনের আওতাতে রয়েছে। সংশোধিত আইনের অধীনে, যাত্রা পথে কোনও মহিলার সঙ্গে খারাপ আচরণ করলে যে কোনও পুরুষ যাত্রীকে নামিয়ে দিতে হবে বাস কন্ডাক্টরকে অথবা তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। মহিলাদের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণকারী কন্ডাক্টরও আইনের অধীনে কঠোর শাস্তি পাবে। সংশোধিত আইনে এমন বিধানও দেওয়া হয়েছে যে যদি কোনও কন্ডাক্টর সাহায্য করার অছিলাতে কোনও মহিলাকে স্পর্শ করেন, তবে তিনি শাস্তি পাবেন। মহিলা যাত্রীদের নিয়ে কোনও রসিকতা বা মন্তব্য বা যৌন সম্পর্কিত মন্তব্য করা যাবে না। আইনে বলা হয়েছে, কোনও পুরুষ যাত্রী কোনও মহিলা যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার বা আচরণ করলে পুরুষ যাত্রীকে সিট থেকে সরিয়ে দিতে পারে কন্ডাক্টর। পুরুষ যাত্রীকে বাস থেকে নামিয়েও দিতে পারবে। তবে, সহযাত্রীদের থেকে ঘটনার বিষয়ে জেনে সিদ্ধান্ত নিতে হবে। 


এছাড়াও বাসের মধ্যে একটি অভিযোগ বই বজায় রাখার নিয়ম করা হয়েছে। যাতে কোনও যাত্রী পরিষেবায় ঘাটতি বা কোনও খারাপ অভিজ্ঞতার বিষয়ে অভিযোগ জানাতে পারেন। এই অভিযোগ বইটি প্রয়োজন হলে মোটর ভেহিকল বিভাগ বা পুলিশের কাছে পেশ করতে হবে।