নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লেস্টার সিটির মুখোমুখি হতে চলেছে সাউদাম্পটন। এই দুই ক্লাবের ম্যাচে বরাবর নজরে থাকেন জ্যামি ভার্দি। সাউদাম্পটন বনাম লেস্টার সিটির ম্যাচে ভার্দির কিছু পরিসংখ্যান সম্প্রতি জানা গিয়েছে। সাউদাম্পটনের বিরুদ্ধে ১৫ টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৬ টি গোল। তিনটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছেন তিনি।