রেকর্ড গড়ার খুব কাছে জস সিলভা

author-image
Harmeet
New Update
রেকর্ড গড়ার খুব কাছে জস সিলভা

নিজস্ব সংবাদদাতাঃ জশ দাসিলভা ফুটবলার হিসেবে নজির গড়ার খুব কাছে রয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে বক্সের বাইরে থেকে পরপর তিনবার গোল করার মাইল ফলক ছুঁতে পারেন তিনি। 

এর আগে প্রিমিয়ার লিগে পরপর তিনবার বক্সের বাইরে থেকে তিনবার গোল করে নজির গড়েছিলেন জর্ডান হেন্ডারসন। ২০১৫ সালে এই নজির তিনি স্থাপন করেছিলেন।