নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের উধমপুর গ্রামে ভারী বৃষ্টিপাতের কারণে মাটির বাড়ি ধসে দুই শিশু নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উধমপুরের মুত্তাল এলাকার সামোলে গ্রামে এই ঘটনা ঘটেছে বলে শনিবার জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। যে বাড়িটি ভেঙে পড়েছে তা জাসানা সামোলের রোশন দীনের বিল্লা পুত্রের। কর্মকর্তারা জানিয়েছেন, বিল্লা সনের ছেলে আরিফ ও দুই মাস বয়সী গণি নামে ওই নাবালকদের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা।
জানা গিয়েছে, ভয়াবহ ঘটনাটি যখন ঘটে পরিবারের সদস্যরা তখন বাড়ির বাইরের ঘরে রাতের খাবার খাচ্ছিল এবং উভয় শিশুই বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিল। আকস্মিক ধসে পরিবারের বাকি সদস্যরা পালিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় দুই শিশু। পরে কর্মকর্তারা ধসে পড়া স্থানের নিচে মৃতদেহগুলো উদ্ধার করে। পুলিশ ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।