প্রবল বৃষ্টির জেরে সাময়িক ভাবে বন্ধ বৈষ্ণোদেবী যাত্রা

author-image
Harmeet
New Update
প্রবল বৃষ্টির জেরে সাময়িক ভাবে বন্ধ বৈষ্ণোদেবী যাত্রা

নিজস্ব সংবাদদাতাঃ প্রবল বৃষ্টির জেরে জম্মুতে বৈষ্ণোদেবী যাত্রা সাময়িক ভাবে বন্ধ রাখা হল। শুক্রবার সন্ধ্যায় ভারী বৃষ্টির জেরে কয়েকটি এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়। এ কারণেই এই তীর্থযাত্রা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। ‘শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের’ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অংশুল গর্গ জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। 

জানা গিয়েছে, কাটরা এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। ওই এলাকাতেই বৈষ্ণোদেবী যাত্রার জন্য অস্থায়ী শিবির রয়েছে। টানা কয়েক ঘণ্টার বৃষ্টির পরই শনিবার ভোর ৫টা পর্যন্ত তীর্থযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।