পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের খোঁজে ঝাড়খণ্ডে হানা আয়কর দফতরের

author-image
Harmeet
New Update
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের খোঁজে ঝাড়খণ্ডে হানা আয়কর দফতরের

নিজস্ব সংবাদদাতাঃ ইডি গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। এবার তাঁর ঘনিষ্ঠের খোঁজে আয়কর দফতরের কর্তারা হানা দিলেন ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার একটি হোটেলে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি টাকা পাচার করতে এখানে এসেছেন বলে খবর পান আয়কর দফতরের কর্তারা। সেই খবরের উপর ভিত্তি করেই শুক্রবার হোটেলটিতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। 

আয়কর দফতর সূত্রে খবর, ইডির পক্ষ থেকে আয়কর দফতরকে খবর দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের কথা। ওই ব্যক্তি টাকা পাচার করতে ঝাড়খণ্ডের ভাণ্ডারা পার্ক এলাকার একটি হোটেলে উঠেছেন বলে খবর দেওয়া হয়। তবে আয়কর দফতরের কর্তারা সেখানে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই হোটেল ছেড়ে চলে যান ওই ব্যক্তি। ফলে খালি হাতে ফিরতে হয় তাঁদের। এই ব্যক্তি হাতছাড়া হওয়ায় এখন আয়কর দফতরের কর্তারা হাজারিবাগে অন্য একটি ঘটনার তদন্ত করছে। কলকাতায় ইডি’‌র কাছ থেকে খবর পেয়ে তাঁরা ভাণ্ডারা পার্কের হোটেলটিতে হানা দিয়েছিলেন। তাঁদের কাছে খবর ছিল, ওই ব্যক্তি হিসেববিহীন টাকা লুকোতেই হাজারিবাগে এসেছিলেন। কিন্তু তাঁকে না পেয়ে ভাণ্ডারা পার্কটির প্রবেশপথ সিল করে দেন তাঁরা।