নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সাত সকালে গুলির শব্দে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী। বাজার থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম আলম গাজির বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তৃণমূল কর্মীর বুকে গুলি চালায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আলম গাজির। স্থানীয় পুলিশ সূত্রে খবর, প্রায় ৪ থেকে রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।