নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বাহরাইচ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। অর্থাৎ কম্পনের মাত্রা নেহাত কম ছিল না। তবে প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১ টা ১২ মিনিটে উত্তরপ্রদেশের বাহরাইচে ভূমিকম্প হয়েছে। যেখান থেকে ভারত-নেপাল সীমান্তের দূরত্ব খুব একটা বেশি নয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। যা বিপজ্জনক না হলেও নেহাত কম নয়।
ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের লখনউ, বরেলি, গোরখপুর, কানপুর, রায়বরেলি, আগ্রা; উত্তরাখণ্ডের বাঘেশ্বর, হলদিওয়ানি; নয়াদিল্লির একাংশেও কম্পন অনুভূত হয়েছে। নেপালের একাংশেও কম্পন মালুম হয়েছে বলে জানানো হয়েছে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে। তবে আপাতত ভারতের কোথাও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।