শহীদ গিরিশ কুমার যাদবকে শ্রদ্ধা জানালেন মানিক সাহা

author-image
Harmeet
New Update
শহীদ গিরিশ কুমার যাদবকে শ্রদ্ধা জানালেন মানিক সাহা

নিজস্ব প্রতিনিধি -আজ উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানাধীন বিএসএফ ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের সীমানাপুর-২ বিওপি-তে তথা ত্রিপুরা-মিজোরাম-বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসবাদী হামলায় কর্মরত গিরিশ কুমার যাদব নামে জওয়ান রোজকার রুটিন মতো সীমান্তে টহল দিচ্ছিলেন।ঠিক তখনই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদীরা জওয়ানদের লক্ষ্য করে গুলি করে।সেই গুলি যুদ্ধে গিরিশ কুমার যাদব এর শরীরে চারটি গুলি লাগে।





আর তাতেই প্রাণ হারান সেই বীর বিএসএফ জওয়ান।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জওয়ানদের মধ্যে।ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সেই জওয়ানকে শ্রদ্ধা জানিয়েছেন, "দেশ মাতৃকার সেবা করতে গিয়ে আজ উত্তর ত্রিপুরা জেলার সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদীদের সাথে লড়াই করতে গিয়ে সর্বোচ্চ বলিদান দেওয়া বিএসএফের হেড কনস্টেবল শহীদ গিরিশ কুমারকে অভিবাদন জানাই। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা ও সহমর্মিতা রইলো। এই দুঃখজনক সময়ে ত্রিপুরার আপামর জনসাধারণ শহীদ জওয়ানের পরিবারের পাশে রয়েছে।"