পাকিস্তান: বন্যায় ৩টি প্রধান মহাসড়ক বন্ধ, হাজার হাজার যাত্রী আটকা

author-image
Harmeet
New Update
পাকিস্তান: বন্যায় ৩টি প্রধান মহাসড়ক বন্ধ, হাজার হাজার যাত্রী আটকা

নিজস্ব প্রতিনিধি-সাম্প্রতিক বন্যা এবং ভারী বৃষ্টিপাতে পাঞ্জাবকে বেলুচিস্তানের সঙ্গে সংযোগকারী তিনটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ার পরে ডেরা গাজি খানের ফোর্ট মনরোর কাছে হাজার হাজার যাত্রী আটকা পড়েছে।









পাকিস্তানে সাম্প্রতিক বন্যা ও বৃষ্টিপাত দেশটিতে বিপর্যয় সৃষ্টি করেছে।জাতীয় মহাসড়ক ( এন- ২৫ ), যেটি আরসিডি হাইওয়ে নামেও পরিচিত যেটি করাচিকে কোয়েটার সঙ্গে সংযুক্ত করে , বৃষ্টি ও বন্যার সময় ক্ষতির পরেও বন্ধ হয়ে গেছ৷সাম্প্রতিক বৃষ্টিতে দেশে মোট ১৮টি সেতু ও ৬৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।