১২ জন পিএমএল-এন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

author-image
Harmeet
New Update
১২ জন পিএমএল-এন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিনিধি-পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তৈরি হওয়া হট্টগোলের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আতাউল্লাহ তারার সহ ১২ জন পিএমএল-এন নেতার বিরুদ্ধে শুক্রবার একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।দু-মাস আগে বিধানসভার অধিবেশনে সংসদ সদস্যদের ওপর হামলার অভিযোগে রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি পুলিশের অনুরোধে এই আদেশ জারি করা হয়।





প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আতাউল্লাহ তারার, রানা মাসুদ আহমেদ খান, বিলাল ফারুক তারার, সরদার আওয়াইস আহমেদ খান লাঘারি, সাইফুল মালুক খোখর, মির্জা জাভেদ, পীর খিজার হায়াত, রাজা সগীর আহমেদ, আবদুল রউফ, পির আশরাফ রসুল, বিলাল ফারুক ও রানা মান্নান খান এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে পুলিশ।