গ্রাম পঞ্চায়েতের কাজ খতিয়ে দেখলো কেন্দ্রীয় প্রতিনিধি দল

author-image
Harmeet
New Update
গ্রাম পঞ্চায়েতের কাজ খতিয়ে দেখলো কেন্দ্রীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : সাঁকরাইলে ৩ টি গ্রাম পঞ্চায়েতের কাজ খুঁটিয়ে দেখলো কেন্দ্রীয় প্রতিনিধি দল।শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের তিন সদস্য আসেন। তাঁরা সেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, কাজের সম্পর্কে খোঁজ খবর নেন।

প্রতিনিধি দলে থাকা কেন্দ্রীয় আধিকারিকরা সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের তুঙ্গাধুয়া এলাকায় এমজিএনআরইজিএ প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। এরপর গ্রাম পঞ্চায়েত এলাকার ভুরকুন্ডি গ্রামে এমজিএনআরইজিএ কাজ খতিয়ে দেখেন। এরপর ওখান থেকে বেরিয়ে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের পেঁচাবিন্ধা এলাকায় রাস্তার ধারে বন সৃজনের কাজ সরজমিনে দেখেন। তারপর বিজেপি পরিচালিত খুদমরাই গ্রাম পঞ্চায়েতের করা এনআরইজিএ প্রকল্পে বৃক্ষ রোপনের কাজ সরজমিনে দেখেন। কিছুক্ষণ বৃক্ষরোপণের কাজ ঘুরে দেখার পর ওখান থেকে বেরিয়ে গ্রাম পঞ্চায়েত এলাকার কেতকিঝারিয়া এলাকায় কেলেঘাই নদীর পাড় বাঁধানো কাজ সরেজমিনে দেখেন। তবে বৃক্ষরোপণের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এক দিন আগেই চারাগাছ গুলি লাগানো হয়েছে বলে তাদের অনুমান। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস সহ প্রশাসনের একাধিক আধিকারিক।