নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বিনপুরের লালগড়ের রাস্তার উপর দাঁপিয়ে বেড়ালো দলমা থেকে আগত দলছুট দাঁতাল। শুক্রবার সকালে খাবারের সন্ধানে দলছুট দাঁতালটি জঙ্গল ছেড়ে লালগড় গ্ৰামের রাস্তার উপর তান্ডব চালায়। ফলে রাস্তায় তৈরি হয় যানজট। সমস্যায় পড়তে হয় সাধারণত মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। এমনকি লালগড় গ্ৰামে তান্ডব চালালোর সময় বেশ কয়েকটি বাড়িতে ঢুকে পড়ে দাঁতাল হাতিটি। বাড়ির সামনে দাঁতাল হাতি দেখে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষজন।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন দাঁতাল হাতিটি খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ের রাস্তার উপর দাঁপিয়ে বেড়ায় । বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁপিয়ে বেড়াচ্ছে দলছুট দাঁতালটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের কর্মীরা। শেষমেশ স্থানীয় বাসিন্দা ও বনদফতরের কর্মীদের প্রচেষ্ঠায় দাঁতালটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়। প্রতিনিয়ত যেভাবে খাবারের সন্ধানে দলমার দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে তাতেই আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। ফলে সাধারণ মানুষের দিনের পর দিন ক্ষোভ প্রকাশ করেছে বনদফতরের বিরুদ্ধে। কবে হবে হাতির সমস্যার সমাধান তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন ?