নিজস্ব সবাদদাতা, দীঘা : উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে আরো গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরই প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। ভোর থেকেই ঝোড়ো হাওয়া, সাথে সাথে হালকা বৃষ্টিপাত, মাঝে মাঝে রোদের দেখাও মিলেছিল সকলবেলায় । তবে দুপুর পেরোতেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত । সেইসঙ্গে পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নিম্নচাপের জেরে সমুদ্রে উত্তাল থাকবে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পর্যটকদের ভিড় কিন্তু অন্যান্য দিনের মতোই রয়েছে। সমুদ্রে না নেমে গার্ডওয়ালের সামনে থেকেই সমুদ্রের তীব্রতা উপভোগ করছেন বহু পর্যটক। পুলিশি সতর্কতা অব্যাহত দীঘা সমুদ্র উপকূলবর্তী এলাকা জুড়ে ।