বাস চালকদের বিক্ষোভে ব্যাহত পরিষেবা

author-image
Harmeet
New Update
বাস চালকদের বিক্ষোভে ব্যাহত পরিষেবা

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর স্টেশন চত্বরকে দখলমুক্ত করতে একযোগে সমস্ত বাস দাঁড় করিয়ে দিয়ে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভে সামিল হলেন বাস চালকরা। বন্ধ বাস পরিষেবা।ফুটপাত দখল হয়ে যাচ্ছে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বরে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষ থেকে বাস যাত্রীদের। পুলিশ প্রশাসনকে বলেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ বাসকর্মীদের। ফলে শুক্রবার বাস চালকরা একজোট হয়ে সকাল থেকে এই দখলদারদের দাপট রুখতে একযোগে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের সমস্ত বাস দাঁড় করিয়ে দিয়ে সমস্ত পরিষেবা বন্ধ করে দেয়।



 বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল। নড়ে চড়ে বসে প্রশাসন। স্টেশনে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ।বন্ধ হয়ে যায় দূরপাল্লা বাসের সাথে শহরের ইন্টারসিটি বাস পরিষেবা। এরপর দোকানে দোকানে গিয়ে পুলিশ ধমক দেয় দোকান মালিকদের। একটা সময় পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকে বাস চালকেরা।প্রায় ঘন্টা খানেক পর পুলিশের ব্যবস্থা গ্রহণের আশ্বাসে ওঠে বাস চালকদের আন্দোলন।এরপরও যদি কোনো সদর্থক ভূমিকা পুলিশ না নেয় তাহলে আরো বড় আন্দোলন তারা সংগঠিত করবেন বলে হুশিয়ারি বাসকর্মীদের।