ATKMB: পোগবার জন্মদিনে সাজঘরে নাচ-গান

author-image
Harmeet
New Update
ATKMB: পোগবার জন্মদিনে সাজঘরে নাচ-গান

নিজস্ব সংবাদদাতাঃ আজ ফ্লোরেন্টিন পোগবার জন্মদিন। তিনি ফরাসি তারকা পল পোগবার দাদা। চলতি ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে পোগবাকে দলে নিয়েছে এটিকে মোহন বাগান। 

ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচে তাঁকে মাঠে নামিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। আজ তাঁর জন্মদিন। সাজঘরে নিয়ে আসা হয়েছে কেক। সতীর্থদের সঙ্গে নাচে-গানে মেতেছেন তারকা ডিফেন্ডার।