পাশ করানোর দাবীতে বিক্ষোভ পরীক্ষার্থীদের

author-image
Harmeet
New Update
পাশ  করানোর  দাবীতে বিক্ষোভ পরীক্ষার্থীদের

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রীদের অবিলম্বে পাস করার দাবি তুলে শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ সারদামনি বিদ্যাপীঠের সামনে পথ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাল ছাত্রীরা। ছাত্রীদের দাবি প্রাক্টিক্যাল পরীক্ষায় ছাত্রীদের স্কুল থেকে কম নাম্বার দেওয়ার কারণেই তাদের এই ফলাফল। তাই অবিলম্বে তাদেরকে পাস করাতে হবে। দীর্ঘক্ষণ ছাত্রীদের বিক্ষোভের জেরে ওই রাস্তায় যানজট সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাঁড়ি থানার পুলিশ। যদিও পুলিশ দীর্ঘক্ষণ ছাত্রীদের আবেদন-নিবেদন করলেও তারা নিজের দাবিতে অনড় ছিল। একইসঙ্গে ঘটনার খবর পেয়ে ছাত্রীদের সাথে কথা বলতে আসেন স্কুলের প্রধান শিক্ষিকা বনানী চক্রবর্তী। তিনি বিষয়টি নিয়ে ছাত্রীদের বলেন তাদের দাবি সম্বলিত একটি অভিযোগপত্র স্কুলে দিলে স্কুলের তরফে কাউন্সিলে জানান হবে বিষয়টি। তবে প্রধান শিক্ষিকার দাবি মানতে নারাজ বিক্ষোভরত ছাত্রীরা।