নিজস্ব সংবাদদাতা : দেশের প্রথম বৈদ্যুতিক ডাবল ডেকার শীতাতপ নিয়ন্ত্রিত বাস পেয়েছে মুম্বই।কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি শহরে অশোক লেল্যান্ডের ইলেকট্রিক ডাবল ডেকার বাসের উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানেই নিজের স্বপ্নের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী।
বলেন, "আমার স্বপ্ন হল মুম্বাইয়ের নরিমান পয়েন্টকে একটি বৈদ্যুতিক এসি বিলাসবহুল বাসের মাধ্যমে দিল্লির সাথে সংযুক্ত করা যা অদূর ভবিষ্যতে দূরত্ব ১২ ঘন্টার মধ্যে কমিয়ে আনবে।" তিনি বলেন, ১৩৫০ কিলোমিটার দীর্ঘ মুম্বাই-দিল্লি এক্সপ্রেসওয়ের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছেষ খরচ হয়েছে ১ লক্ষ কোটি টাকা। এক্সপ্রেসওয়েটি ১৩০ কিলোমিটার দূরত্ব কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এটি বার্ষিক ৩২০ মিলিয়ন লিটারের বেশি জ্বালানি সাশ্রয় করবে এবং ৮৫০ মিলিয়ন কেজি কার্বন ডাই অক্সাইড নির্গমন কম করবে যা ৪০ মিলিয়ন গাছ লাগানোর সমান।