নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার অনেকটাই বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। দৈনিক পজিটিভিটি রেট রেকর্ড করা হয়েছে ৩.৪৭%, এবং সাপ্তাহিক ৩.৯০%। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫,২২০ জন করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ৩৯ জনের।