আফ্রিকায় তৈরি চিনা নৌঘাঁটি

author-image
Harmeet
New Update
আফ্রিকায় তৈরি চিনা নৌঘাঁটি

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চিনা গুপ্তচর রণতরীর আসা নিয়ে এমনিতেই উদ্বেগে ভারত। এবার উপগ্রহ চিত্রে ধরা পড়ল আফ্রিকা মহাদেশের জিবুতিতে ৫৯ কোটি ডলার ব্যয়ে তৈরি চিনা নৌঘাঁটির ছবি। অন্য কোনও দেশে এই প্রথম নৌঘাঁটি বানিয়েছে চিন। এডেন উপসাগর থেকে লোহিত সাগর হয়ে সুয়েজ খালে ঢুকতে গেলে যে বাব-এল-মান্দেব প্রণালী পেরোতে হয়, সেখানেই অবস্থিত এই নয়া নৌঘাঁটি। সেটি চালুও হয়ে গিয়েছে। ভারত মহাসাগরে টহল দেওয়া চিনের রণতরীগুলো এবার নিয়মিত এখানে ভিড়বে বলে মনে করা হচ্ছে। 


উপগ্রহ-চিত্রে জিবুতির ডকে চিনের একটি জাহাজকে ইতিমধ্যেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই ধরনের ‘উভচর’ জাহাজগুলো ট্যাঙ্ক, হোভারক্রাফ্টের মতো যান বহনে সক্ষম। কাজেই এক দিকে চিনের লিজ নেওয়া শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, অন্য দিকে জিবুতি।