নিজস্ব সংবাদদাতাঃ তদন্ত করতে বাধা পেলেন সিবিআই-এর আধিকারিকরা। শুক্রবার বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলসে তদন্ত করতে যায় সিবিআই-এর একটি দল। যদিও অভিযোগ, তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
প্রায় ৪০ মিনিট পর রাইস মিলে ঢুকতে পারে সিবিআই টিম। যদিও রাইস মিলের নিরাপত্তারক্ষীদের দাবি, চাবি না থাকায় গেট খুলতে দেরি হয়েছে। রাইস মিলের মধ্যে একাধিক এসইউভি রয়েছে। এই গাড়িগুলি কার তার সঠিক জবাব মেলেনি। সিবিআই সূত্রে খবর, এই মিলটি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের।