নিজস্ব সংবাদদাতাঃ জিম্বাবয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১০ উইকেটে জয়লাভ করেছে ভারত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন যে ওডিআই ক্রিকেটের প্রত্যেকটি ম্যাচ শিখর ধাওয়ানের জন্য "যুদ্ধের" সমতুল্য। বৃহস্পতিবার ১১৩ বলে ৮১ রান করেছিলেন তিনি। এরপর তাঁর প্রশংসা কাইফ বলেন,'শিখর ধাওয়ান সব ফরম্যাটে খেলেন না এবং শুধুমাত্র এই ফর্ম্যাটেই খেলেন, তাঁকে জিজ্ঞাসা করুন এই ইনিংসটি তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটি ইনিংস তাঁর জন্য এক একটি যুদ্ধের মতো কারণ অনেক খেলোয়াড়ই এটিতে খেলার জন্য অপেক্ষা করছে। তাই শিখর যদি খারাপ খেলেন তবে সে এখান থেকেও বের হয়ে যেতে পারেন। কিন্তু লোকটি সেই সুযোগই দিচ্ছে না কাউকে।'