কন্যাশ্রীর টাকা খোয়ালেন যুবতী, তদন্তে নেমে চোখ কপালে পুলিশের

author-image
Harmeet
New Update
কন্যাশ্রীর টাকা খোয়ালেন যুবতী, তদন্তে নেমে চোখ কপালে পুলিশের

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ সারেঙ্গা থানার কয়মার বাসিন্দা সোমা দুলে অভিযোগ করেন আজ যখন সে সারেঙ্গার বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংকের একটি গ্রামীন সেবা কেন্দ্রে কন্যাশ্রীর অ্যাকাউন্টের পাশ বইটি আপডেট করার জন্য জমা দেয় তখন সে জানতে পারে তার অ্যাকাউন্ট থেকে কেউ বা কারা দশ হাজার টাকা তুলে নিয়েছে। সোমার অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ সারেঙ্গা থানাতে মামলা দায়ের করা হয়। অভিযোগের গুরুত্ব বিচার করে তদন্তকারী আধিকারিক অতি তৎপরতার সাথে ব্যাংকের শাখার সাথে যোগাযোগ করেন এবং প্রযুক্তির সহায়তায় জানতে পারেন ঐ সিএসপির কর্তা নিজেই একটি অন্য অ্যাপের মাধ্যমে দশ হাজার টাকা তুলে নিয়েছে। এরপর সিএসপির কর্তা অভিযুক্ত ঝন্টু নারাকে গ্রেফতার করলে, সে দোষ স্বীকার করে নেয়। তার কাছ থেকে দশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আগামীকাল তাকে খাতড়া আদালতে পাঠানো হবে। তদন্ত চলছে।