নিজস্ব সংবাদদাতাঃ সীমান্ত নিয়ে টানাপোড়েন নতুন নয়, কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও সেই বিরোধের সমাধান হয়নি। এরইমধ্যে আবার ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার বন্দরে নোঙর করেছে চিনের গুপ্তচর জাহাজ। এই পরিস্থিতিতেই ভারত-চিন সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, “বেজিং সীমান্তে যা করেছে, তারপর অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত-চিনের পারস্পরিক সম্পর্ক”। যদি প্রতিবেশী দুই দেশ হাতে হাত মিলিয়ে না চলে, তবে কোনওদিনই এশিয়ায় ঐক্য তৈরি হবে না।
বিদেশমন্ত্রী আরও বলেন, “যখন ভারত ও চিন একজোট হবে, তখনই এশিয়ান শতক তৈরি হতে পারে। কিন্তু দুই দেশ যদি হাতে হাত মিলিয়ে না চলে, তবে তা হওয়া খুবই কঠিন। চিন ভারতীয় সীমান্তে যা করেছে, তারপর বর্তমানে ভারত ও চিনের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।”