রাজ্যপালের প্রধান সচিব হচ্ছেন আইএএস নন্দিনী চক্রবর্তী

author-image
Harmeet
New Update
রাজ্যপালের প্রধান সচিব হচ্ছেন আইএএস নন্দিনী চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতাঃ বাংলার রাজ্যপাল লা গনেশণের নতুন প্রধান সচিব হচ্ছেন আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। কারণ রাজ্যপালের সচিব পদে থাকা সুনীল কুমার গুপ্তা উপ রাষ্ট্রপতির প্রধান সচিব পদে যোগ দিচ্ছেন। 



উল্লেখ্য, নন্দিনী চক্রবর্তী ইতিমধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সচিব পদের দায়িত্ব সামলেছেন। এক্ষেত্রে প্রশাসনিক স্তরের একাংশ মনে করছেন, যাতে নতুন রাজ্যপালের সঙ্গে রাজ্য সুষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করতে পারে, যাতে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক ভাল থাকে, সেকারণেই রাজ্য় সরকারের এক জন দুঁদে কর্তাকেই এই সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তাতে নতুন করে রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে উঠবে না। নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। এতদিন রাজ্যের বিভিন্ন দফতরের সচিবের দায়িত্ব সামলানোয় এক্ষেত্রেও বিষয়টা অত্যন্ত মসৃণ হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।