নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার ভারত ও রাশিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হল। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা শিল্প ও বাণিজ্য মন্ত্রী ডেনিস মান্টুরভ ভারতীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেন।
সেই বৈঠকেই দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে অন্তঃসরকারি কমিশনকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান ডেনিস মান্টুরভ। তিনি বলেন, "আমি মনে করি বোর্ড জুড়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য আন্তঃসরকারি কমিশনের পদ্ধতিকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা গুরুত্বপূর্ণ"।