বেসরকারী কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুর ক্ষতিপূরনের দাবি আদায়ে সোচ্চার তৃণমূল নেতৃত্ব

author-image
Harmeet
New Update
বেসরকারী কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুর ক্ষতিপূরনের দাবি আদায়ে সোচ্চার তৃণমূল নেতৃত্ব

হরি ঘোষ, দুর্গাপুরঃ বেসরকারী কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুর ক্ষতিপূরনের দাবি আদায়ে এবার সোচ্চার হল তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত গত মে মাসের ১৪ তারিখে দুর্গাপুরের এসএসবি সরণির একটি বেসরকারি কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যু হয় নিরাপত্তারক্ষী বাবলু সিং এর। এরপর তাঁর মৃত্যুর ক্ষতিপূরণের দাবি নিয়ে সোচ্চার হন পরিবারের সদস্যরা ও কারখানার অন্যান্য শ্রমিকরা। এমনকী দাবি আদায়ে আওয়াজ তোলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইলেও অবশেষে কারখানা কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা দিতে রাজি হন।

কিন্তু তারপর থেকে তিন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পরিবার কোনোরূপ ক্ষতিপূরণ পাননি। তাই বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। অবশেষে এক সপ্তাহের মধ্যে ওই মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন কারখানা কর্তৃপক্ষ।