নিজস্ব সংবাদদাতাঃ দিন কয়েক আগে এই জিম্বাবোয়ে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে। ভারত খেলতে নামার আগেই তাদের কোচ হুঙ্কার দিয়ে রেখেছিলেন, তারা টিম ইন্ডিয়াকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কেএল রাহুলের ভারতের সামনে দাঁড়াতেই পারলেন না সিকান্দার রাজারা। প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে স্রেফ উড়িয়ে দিল ভারত। ধাওয়ানরা জিতলেন ১০ উইকেটে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে তে ভারতের লক্ষ্য ছিল মাত্র ১৯০ রান। শিখর ধাওয়ান-শুভমন গিলের ওপেনিং জুটিই এই রান তুলে দিল। তাও আবার প্রায় ২০ ওভার বাকি থাকতেই। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত এগিয়ে গেল ১-০। শিখর ধাওয়ান অপরাজিত ৮১ রানে। শুভমন গিল ৮২ রানে অপরাজিত থাকলেন।