New Update
নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর : বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হল ঠিকা শ্রমিকরা। ঘটনাটি পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঝরা এলাকার। একটি বেসরকারি কারখানায় প্রায় ১৫০ জন ঠিকা শ্রমিক কাজ করেন। এই শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ ও সংস্থার ঠিকাদারদের তিন মাসের বকেয়া বেতন মেটাচ্ছে না । সে কারণেই পুজোর মুখে চরম আর্থিক সঙ্গে পরতে হচ্ছে ঠিকা শ্রমিক ও তাদের পরিবারকে । বুধবার এই দাবিকে সামনে রেখে ওই ১৫০ জন ঠিকা শ্রমিক তাদের পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ সামিল হন ।
বিক্ষোভকারীদের দাবি, সেই সময় কারখানার আধিকারিক এর আশ্বাসে বিক্ষোভ তোলেন তারা । তবে সন্ধ্যা পর্যন্ত সমস্যার কোন সমাধান না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন ঠিকা শ্রমিকরা । সেই মুহূর্তেই কারখানার ওই আধিকারিককে সামনে পেয়ে তাকে হেনস্থা করা হয় ও তার সাথে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরিদপুর থানার পুলিশ । কিন্তু বৃহস্পতিবার সকালেও ওই ঠিকা শ্রমিকরা তাদের পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার দাবিতে কারখানা চত্বরে এসে হাজির হন । তাদের দাবি, তাদের এলাকায় কারখানার কারণে এলাকার জল দূষিত হচ্ছে। রাস্তাঘাটে লাইট নেই, পুকুরে মাছের চাষ হচ্ছে না, এতসব কিছু মেনে নিয়েই এলাকার মানুষ কারখানায় শ্রম দিচ্ছেন। অথচ কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার তাদের নায্য পারিশ্রমিক না দিয়ে তিন মাস ধরে ঘোরাচ্ছেন । বিক্ষোভকারী এক ঠিকা শ্রমিক বিশ্বনাথ পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, শীঘ্রই যদি তাদের সমস্যার সমাধান না হয় তাহলে কারখানার বন্ধ করে বৃহত্তর আন্দোলনের নামবেন তারা ।অন্যদিকে, কারখানার আধিকারিক ফোনের মাধ্যমে জানান, কারখানায় ঠিকা শ্রমিকরা, যে ঠিকাদারের অধীনে কাজ করতো সেই ঠিকাদার শ্রমিকদের বকেয়া টাকা দেননি । কিন্তু চুক্তি মত সেই ঠিকাদারকে কারখানা তরফে সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হয়েছে । এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে সমস্ত কিছু । শীঘ্রই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যাতে ঠিকা শ্রমিকরা তাদের বকেয়া পাওনা শীঘ্রই ফিরে পান তার ব্যবস্থা হবে।
CONTRACTUALWORKERS
BISWANATHPAL
FACTORYAUTHORITY
ECONOMICTROUBLE
DURGSAPUJ
JHAJHRA
durgapurfaridpur
DUESALLARY
protest
police
pandabewar
factory