নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে পণ্য রফতানি প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, আফগানিস্তানের তালিবান সরকার সকল দেশের সঙ্গে সু-সম্পর্ক বজার রেখে চলতে আগ্রহী। কান্দাহারের আদিবাসী নেতাদের এক অনুষ্ঠানে মুত্তাকি বলেন, “ইসলামিক আফগানিস্তান সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজার রেখে চলতে চায়। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরে যুদ্ধ চলার পর কিছু দেশের সঙ্গে সম্পর্ক দ্রুততার সঙ্গে উন্নতি হবে এমনটা আশা করা যায় না।”
তিনি জানিয়েছেন, যদি পাকিস্তান এশিয়ার বিভিন্ন দেশে পণ্য রফতানি করার সুযোগ পায়, আফগানিস্তানেরও ভারতে পণ্য রফতানি করতে পারা উচিত। তিনি বলেন, “পাকিস্তানি ট্রানজিট রুট হয়ে উজবেকিস্তানে পণ্য পরিবহণ করার জন্য ভারতকে সাহায্য করতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারি।” আদিবাসী নেতাদের মন পেতে তাদের ‘ভাই’ হিসেবে আখ্যা দিয়েছেন তালিবান নেতা, এমনকী তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তালিবান বিদেশমন্ত্রী মুত্তাকি। তিনি বলেন, “ইতিহাসে আমাদের স্বাধীনতার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যাঁকে আমরা সম্মান করি। তবে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আদিবাসী ভাইদের একত্রিত করতে পেরেছি।”