আর কতবার দলবদল করবেন নীতীশ কুমার?

author-image
Harmeet
New Update
আর কতবার দলবদল করবেন নীতীশ কুমার?


নিজস্ব সংবাদদাতাঃ বিহারে নতুন জোট সরকার ঘোষিত হয়েছে। ৩১ জন মন্ত্রী নতুন সরকারের জন্য শপথ গ্রহণ করেছেন। বিহারে হাত মিলিয়েছে আরজেডি-জেডিইউ। এদিকে নীতীশ কুমারকে নিশানা করলেন জেডি (ইউ) এর প্রাক্তন নেতা আরসিপি সিং। তিনি বলেছেন, "নীতীশ কুমার আর কতবার দলবদল করবেন? তিনি ইতিমধ্যে ৪ বার এটি করেছেন - ১৯৯৪, ২০১৩, ২০১৭ এবং ২০২২ সালে। তাদের কাছে কী বিকল্প আছে? "