নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমাদের চাপ সত্ত্বেও রাশিয়ার জ্বালানি তেল আমদানির পরিকল্পনা নিয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র জো মিন তুন বলেন, "আমরা রাশিয়া থেকে পেট্রোল আমদানির অনুমতি পেয়েছি। এর গুণগত মান ভালো এবং খরচও কম।"
আগামী মাসের সেপ্টেম্বর থেকে জ্বালানি আমাদানি শুরু হবে বলে জানা গেছে। দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমারের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাশিয়ার। এখন উভয় দেশই পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞার কবলে রয়েছে। মিয়ানমারে সু চি'র সরকারকে উচ্ছেদ করে ক্ষমতায় বসায় জান্তা সরকারের ওপর নিষেধাজ্ঞা আছে। আর ইউক্রেনে অবৈধ হামলার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত মস্কো। পশ্চিমাদের নজিরবিহীন চাপে থাকারও পরও কৌশলগত সম্পর্ক ঠিকই ধরে রেখেছে রাশিয়া-মিয়ানমার।