নিজস্ব সংবাদদাতা: চিন্ময়ী মূর্তি তৈরি করার সময় আক্ষেপের সুর পটুয়া পাড়াতে।প্রতিমা তৈরির খরচ বাড়লেও সঠিক দাম পাচ্ছেন না দক্ষিণ ২৪ পরগণা জয়নগরের মৃৎশিল্পীরা। আনুষঙ্গিক জিনিসপত্র যেমন, মাটি, খড়, পাটের দড়ি সবকিছুরই দাম বেড়েছে। বেড়েছে কর্মীদের মজুরিও। ঠাকুর তৈরির বিভিন্ন সামগ্রীর দাম বেড়ে গিয়েছে বলেই জানাচ্ছেন মৃৎশিল্পীরা। অথচ প্রতিমা বিক্রি সংখ্যা কমেছে। ফলে মাথায় হাত প্রতিমা শিল্পীদের। সঠিক দাম পাচ্ছেন না তাঁরা। যে কারণে চিন্তায় পড়েছেন মৃৎশিল্পীরা।