নবরূপে সাজবে আর্মেনিয়ান ঘাট

author-image
Harmeet
New Update
নবরূপে সাজবে আর্মেনিয়ান ঘাট

নিজস্ব সংবাদদাতা​:  আর্মেনিয়ান ঘাটকে ঘিরে এবার পর্যটনের নয়া হদিশ৷ শহরের ইতিহাস ছুঁয়ে যাওয়া এই গঙ্গার ঘাটকে সাজাতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। বেসরকারি সংস্থার সাহায্যে এই ঘাটের সম্পূর্ণ মেকওভারের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। হেরিটেজ অংশকে বাঁচিয়েই আনা হবে আধুনিক লুক। যার ফলে শহরের গঙ্গার তীর হতে চলেছে আরও আকর্ষণীয়।

আর্মেনিয়ান ঘাট তৈরি করেছিলেন একজন বিত্তবান আর্মানি। নাম ম্যানুয়েল হাজারমালিয়াঁ। এই ঘাটের পাশ থেকে স্টিমার ছেড়ে পৌঁছে যেত তমলুক, কোলাঘাট, ঘাটাল। এখন অবশ্য সেসবের চিহ্ন নেই। এই ঘাটটির পাশে একসময় ছিল বিবি রসের ঘাট। প্রাচীন কলকাতার মানচিত্রে এই ঘাটের কথা মেলে। এই অঞ্চল থেকে ১৮৭৩ সালে প্রথম ট্রাম চলা শুরু করে।  ঘোড়ায় টানা ট্রাম শিয়ালদহ- ডালহৌসি-কাস্টমস হাউজ হয়ে পৌঁছত আর্মেনিয়ান ঘাটে। বিবি রসের ঘাটের পারে নাকি একদা ছিল ব্যারেটো ঘাট৷ পর্তুগিজ মহাজন ব্যবসায়ী জোসেফ ব্যারেটোর নামাঙ্কিত। তাঁর নাকি ব্যাঙ্ক ও বসতবাড়ি ছিল ম্য়াঙ্গো লেনে। স্ট্র্যান্ড রোড তৈরির সময় সে ঘাট লুপ্ত হয়ে যায়।